হালে কাটা
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের হালে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাহিন্দ্র ট্রাক্টরের হালে কাটা পড়ে মো. আলিফ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টায় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সুন্দরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিফ (১৩) ওই এলাকার এনামুলের ছেলে ও ট্রাক্টর চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই বলেন, ‘সোমবার বিকালে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দেওয়া হচ্ছিল। চালকের পাশে বসে ছিল আলিফ। এক জমি থেকে অন্য জমিতে যেতে জমির উঁচু পাড় পারাপারের সময় গাড়ির হালের ওপরে পড়ে যায় সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ‘এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
৫ মাস আগে