রাজনীতিমুক্ত ঘোষণা
রাবি’র হলে ছাত্রলীগ কর্মীদের কক্ষ ভাঙচুর, ১টি হলকে 'রাজনীতিমুক্ত ঘোষণা'
সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আবারও বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠ থেকে একটি মিছিল বের করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা শহীদ হবিবুর রহমান হলে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীদের অন্তত ১২টি কক্ষ ভাঙচুর করেন।
এর আগে সকাল ১০টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা দলে দলে শহীদ হবিবুর রহমান মাঠে জড়ো হতে থাকেন। সকাল ১০টা ৪০ মিনিটে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।
এ সময় তারা কক্ষের বাইরে ছাত্রলীগ সদস্যদের বিছানাপত্র ও অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে তারা ক্যাম্পাসের পশ্চিম অংশের নারী হলের দিকে চলে যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে তাদের দাবি তুলে ধরার ঘোষণা দেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। হলের কয়েকজন শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের পক্ষে লিখিত দাবি জমা দিলে বুধবার দুপুরে প্রভোস্ট তাতে সই করেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্ন রাজনৈতিক কারণে হলের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই পরিবেশ ফিরিয়ে আনতে আমরা হলে রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। ভবিষ্যতে এই সাময়িক নিষেধাজ্ঞা স্থায়ী করা হতে পারে।
৪ মাস আগে