দূরত্ব
বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে কমিউটার ট্রেন
বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে স্বল্প দূরত্বে কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা।
বুধবার (২৪ জুলাই) এই তথ্য জানান রেলের অতিরিক্ত মহাপরিচালক মো. আরিফুজ্জামান।
তিনি ইউএনবিকে বলেন, ‘আগামীকাল থেকে স্বল্প দূরত্বের রুটে একটি বা দুটি কমিউটার ট্রেন চলাচল করবে। বর্তমানে পরিস্থিতির উন্নতি হলেও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করতে সময় লাগবে।’
আরও পড়ুন: চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণ, ৩ জন গ্রেপ্তার
তিনি আরও বলেন, এছাড়া অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। তবে নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার কারণে ট্রেন পরিষেবা দেরি হচ্ছে।
তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ ও ঈশ্বরদী রুটে কমিউটার ট্রেন চলাচল করবে এবং কর্তৃপক্ষ ঢাকা-জয়দেবপুর রুটে কমিউটার ট্রেন চালুর সর্বোচ্চ চেষ্টা করবে।
বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট জেলা থেকে চলাচল করবে বলেও জানান অতিরিক্ত মহাপরিচালক।
তিনি আরও বলেন, সোমবার থেকে পণ্যবাহী ট্রেন বা তেলবাহী ট্রেন চলাচল করছে।
আরও পড়ুন: কোটাবিরোধী আন্দোলন: সংঘর্ষ এড়াতে চবির শাটল ট্রেন বন্ধ
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
৩ মাস আগে