হৃদয়বিদারক
এটা অত্যন্ত হৃদয়বিদারক, আমি মর্মাহত: মেট্রোরেল স্টেশন পরিদর্শনের পর জাপানের রাষ্ট্রদূত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে গত কয়েকদিন ধরে চলা সহিংসতা মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরিদর্শন করে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, তিনি মর্মাহত। মেট্রোরেল স্টেশনের ক্ষয়ক্ষতির বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক বলেও বর্ণনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুলাই) মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘বুধবার (২৪ জুলাই) ঢাকার ক্ষতিগ্রস্ত এলাকা দেখে আমি হতবাক। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিসেবে ঢাকা এমআরটির মারাত্মক ক্ষতিতে আমি মর্মাহত। এটা আমার কাছে খুবই হৃদয়বিদারক মনে হয়েছে।’
তিনি বলেন, ‘এই ক্ষয়ক্ষতি আমাকে স্মরণ করিয়ে দেয় যে, বাংলাদেশি ও জাপানি- সংশ্লিষ্ট সবাই দীর্ঘদিন ধরে বাংলাদেশে নগর পরিবহন ব্যবস্থার উন্নয়নের জন্য ঘাম ও শ্রম দিয়ে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনা করছেন।’
তিনি বলেন, ‘পাশাপাশি মেট্রো ট্রেনে যেসব যাত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তাদের হাসিমুখ আমি কখনো ভুলতে পারব না। তাই হামলার কারণে মেট্রোরেলের পরিচালনা স্থগিত করা দুঃখজনক।’
আরও পড়ুন: মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল বন্ধ, পুলিশ বক্সে আগুন
রাষ্ট্রদূত ইওয়ামা বাংলাদেশে বিক্ষোভকারী ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষে হতাহতদের পাশাপাশি শোকাহত পরিবার ও তাদের বন্ধুবান্ধব এবং আহতদের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জানান।
কিছু লোক এই ধ্বংসযজ্ঞ চালালেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ঢাকা মেট্রোরেলসহ তাদের সার্বিক সহায়তাকে সমর্থন করে বলে তিনি বিশ্বাস করেন।
ইওয়ামা বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত স্থাপনা সংস্কারসহ এই দেশের উন্নয়নে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করে যাব।’
তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতির আর অবনতি ছাড়াই শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান হবে। শিক্ষার্থীসহ বাংলাদেশের জনগণ যত তাড়াতাড়ি সম্ভব হাসিমুখে তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসতে সক্ষম হবে।
আরও পড়ুন: অপরাধীদের রুখতে জনগণকে এগিয়ে আসতে হবে: মেট্রোরেলে তাণ্ডব প্রসঙ্গে প্রধানমন্ত্রী
৪ মাস আগে