শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন ২১ সেপ্টেম্বর
আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
শুক্রবার (২৬ জুলাই) এ বিষয়ে জারি করা গেজেট প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নের তারিখ ১৫ আগস্ট।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪ সালের ১৭ নভেম্বর প্রেসিডেন্টের মেয়াদ শেষ হবে এবং সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে এক মাস বা অনধিক দুই মাস আগে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
দক্ষিণ এশিয়ার দেশটিতে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে ২০২২ সালের জুলাইয়ে পদত্যাগ করেন গোতাবায়া রাজাপাকসে। এর আগে ২০১৯ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।
রাজাপাকসের পদত্যাগের পর পার্লামেন্টে অনুষ্ঠিত নির্বাচনে রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
৩ মাস আগে