গ্রেপ্তার ১৮৪
নরসিংদীতে সহিংসতায় ১১ মামলা দায়ের, গ্রেপ্তার ১৮৪: পুলিশ সুপার
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ এবং নরসিংদী কারাগার থেকে অস্ত্র লুটের ঘটনায় মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। সেসব মামলায় ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
আরও পড়ুন: নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে আরও মামলা দায়েরের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
পুলিশ সুপার বলেন, জুয়েল ভূইয়া নামে জেল পলাতক এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এর আগে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার হয়েছে জেল পলাতক আরও তিন জঙ্গি সদস্য। এছাড়া এখন পর্যন্ত জেল পলাতক ৯ জঙ্গির মধ্যে চারজন গ্রেপ্তার হয়েছে।
তিনি আরও বলেন, গত ১৯ জুলাই হামলার সময় জেলা কারাগার থেকে লুট হওয়া ৮৫টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, লুট হওয়া গুলির মধ্যে উদ্ধার হয়েছে ১ হাজার ৯১ রাউন্ড গুলি। ৯ জনকে গ্রেপ্তারসহ জেল পলাতক ৪৮১ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছে।
আরও পড়ুন: নরসিংদীর জেল পলাতক জঙ্গি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
১৯ জুলাইয়ের ঘটনা স্মরণ করে পুলিশ সুপার বলেন, পরাজিত স্বাধীনতাবিরোধী শক্তি ও কিছু দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে জুমার নামাজের পর বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালায়।
তিনি বলেন, দুর্বৃত্তরা জেলা কারাগারে হামলা চালালে হামলাকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সুপার বলেন, হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা কারাগারের বন্দিদের ধরে নিয়ে যায়, অস্ত্র লুট করে ও আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন: নরসিংদীতে ট্রেনেকাটা পড়ে ৫ জনের মৃত্যু
৪ মাস আগে