ওরোপুচ
ব্রাজিলে ওরোপুচে জ্বরে বিশ্বে প্রথম মৃত্যু
ব্রাজিলে ওরোপুচে জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের ৩০ বছরের কম বয়সি দুই নারী এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, ‘রোগীদের মধ্যে মারাত্মক ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ ও উপসর্গ ছিল।’
আরও পড়ুন: জলবায়ু সংকটে ব্রাজিলে ২০২৪ সালে শস্য উৎপাদন কমবে ৫.৯ শতাংশ
এতে আরও বলা হয়, 'এখন পর্যন্ত বিশ্বের বৈজ্ঞানিক গবেষণায় এই রোগে মৃত্যুর কোনো ঘটনা ছিল না।’
কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনায় ওরোপুচে জ্বরে আরও একটি সন্দেহভাজন মৃত্যুর বিষয়ে তদন্ত করছে। এছাড়া দুটি ভ্রূণের মৃত্যুর পর বংশগত সংক্রমণের ছয়টি সম্ভাব্য ঘটনাও (মা থেকে সন্তানের মধ্যে) তদন্ত করছে কর্তৃপক্ষ।
১৯৬০ সালে ব্রাজিলে প্রাথমিকভাবে ওরোপুচে জ্বর শনাক্ত হয়। তখন থেকে অন্যান্য সংক্রমণের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। এই সংক্রমণের ঘটনাগুলো প্রধানত আমাজন অঞ্চল এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলোতে ঘটছে।
চলতি বছর এখন পর্যন্ত ব্রাজিলে ৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৫
ব্রাজিলে সশস্ত্র হামলায় ৭ জন নিহত
৩ মাস আগে