ট্রেন চলাচল ব্যাহত
অলিম্পিক গেমসের উদ্বোধনের দিনে ফ্রান্সে অগ্নিসংযোগ, দ্রুতগতির ট্রেন চলাচল ব্যাহত
অলিম্পিক গেমসের উদ্বোধনীর দিনে অগ্নিসংযোগের কারণে ফ্রান্সের আটলান্টিক, উত্তর ও পূর্বাঞ্চলীয় রুটে টিজিভি হাইস্পিড ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) সকালে দেশটির জাতীয় রেল কোম্পানি এসএনসিএফ এই তথ্য জানিয়েছে।
এসএনসিএফ জানায়, এই হামলায় অন্তত ৮ লাখ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় বিপুল সংখ্যক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের আবেদনে ফ্রান্স-বেলজিয়ামের সমর্থন
দেশটির ক্রীড়া এবং অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস মন্ত্রী অ্যামেলি ওডিয়া-কাস্তেরা স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভিকে জানান, এর কারণে প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনে বিঘ্ন ঘটতে পারে এবং ছুটির দিনেও এটি অব্যাহত থাকতে পারে।
শুক্রবার দেশটির পরিবহনমন্ত্রী প্যাট্রিস ভারগ্রিয়েট বিএফএমটিভিকে বলেন, 'আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে দেখা যাচ্ছে হামলার ঘটনাগুলো পরিকল্পিত।’
এসএনসিএফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছে, এসএনসিএফ কারিগরি দল সমস্যাটি শনাক্ত ও মেরামত শুরু করার জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে দক্ষিণ-পূর্ব রুটটি ক্ষতিগ্রস্ত হয়নি।
আরও পড়ুন: ২০৩০ সালের শীতকালীন ও প্যারা অলিম্পিক আয়োজন করবে ফ্রান্স
৩ মাস আগে