১৬ কোটি টাকা
জয়পুরহাট থেকে ১৬ কোটি টাকার সাপের বিষ জব্দ
অবৈধভাবে সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতে সাপের বিষ পাচারের সময় ২ কেজি ৪৬৬ গ্রাম (১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা) সাপের বিষ জব্দ করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)।
মালিকবিহীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় জয়পুরহাটের পার্শ্ববর্তী-দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তসংলগ্ন এলাকা থেকে এসব বিষ জব্দ করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ জব্দ
জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ নেওয়াজ বলেন, সাপের বিষ পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৮৯/৪১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দক্ষিণ দামোদরপুরে মালিকবিহীন ২ কেজি ৪৬৬ গ্রাম (১৬ কোটি ২ লাখ ৯০ হাজার টাকা) সাপের বিষ জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: বিরামপুর থেকে তিন কোটি টাকার সাপের বিষ জব্দ
৪ মাস আগে