আক্রান্ত ১৪৮
দেশে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৮
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে শুক্রবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে।
তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৮ জন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২৫ জন আক্রান্ত
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১১৮ জন রোগী।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। এদের মধ্যে পুরুষ ৪৭ দশমিক ১ শতাংশ ও নারী ৫২ দশমিক ৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৩৯৮ জন।
এর মধ্যে পুরুষ ৬০ দশমিক ৯ শতাংশ ও নারী ৩৯ দশমিক ১ শতাংশ।
আরও পড়ুন: দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত
ডেঙ্গুতে আরও ১৭৪ জন আক্রান্ত
৩ মাস আগে