‘জাতীয় ঐক্য
আওয়ামী লীগ সরকারকে উৎখাতে ‘জাতীয় ঐক্যের’ আন্দোলন শুরু বিএনপির
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে এক প্লাটফর্মে নিয়ে জাতীয় ঐক্যের আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
ফখরুল বলেন, ‘জাতির এই ক্রান্তিলগ্নে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারবঞ্চিত মানুষের মুক্তি এবং বৃহত্তর জাতীয় স্বার্থে আমরা দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে জাতীয় ঐক্যভিত্তিক এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের নিরপেক্ষ-আন্তর্জাতিক তদন্ত দাবি ফখরুলের
শুক্রবার(২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো দলীয় প্যাডে বিএনপির এই জ্যেষ্ঠ নেতার স্বাক্ষর সম্বলিত এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
তিনি বলেন, ‘আমরা বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে নিয়োজিত দল ও জোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য বাম ও ডানপন্থী রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল ইনশাল্লাহ জাতির মুক্তিকে ত্বরান্বিত করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিতে ইচ্ছুক দল ও সংগঠনগুলো সময় ও যোগাযোগের সীমাবদ্ধতার কারণে একটি সাধারণ বিবৃতির মাধ্যমে তাদের সম্মতি জানাতে পারে।
যারা সম্মতি প্রকাশ করবেন তাদের সবার স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান ফখরুল।
আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে: মির্জা ফখরুল
৩ মাস আগে