গরু বোঝাই
মেহেরপুরে লাটাহাম্বারের চাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু
মেহেরপুরে গরু বোঝাই লাটাহাম্বারের (ইঞ্জিন চালিত গাড়ির আঞ্চলিক নাম) চাপায় নিছারন নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা মাঠে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে পুড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু
নিহত নিছারন নেছা (৫৫) গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের মাঠপাড়া এলাকার আব্দুল মোতালেবের মেয়ে।
স্থানীয়রা জানান, নিছারন চোখতোলা থেকে জোড়পুকুরিয়ায় যাচ্ছিলেন। তখন লাটাহাম্বারটি বামন্দী থেকে গাংনীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিছারনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নিছারন। ঘটনার পরপরই চালক ও গরুর মালিকরা গরু নিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন: মনপুরায় মানসিক প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: ভোলার ইলিশায় নদী তীরের সিসি ব্লক ধ্বসে বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু
৪ মাস আগে