বন্ধ ও মামলা
পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি ববি শিক্ষার্থীদের
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ শনিবার (২৭ জুলাই) বিকালে ববির গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে আগুন
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, বন্ধ থাকা হল অবিলম্বে খুলে দিতে হবে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সাধারণ জনগণের বিরুদ্ধে কোনো ধরনের মামলা দায়ের বা হয়রানি করা যাবে না। শিক্ষার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পাঠিয়ে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার পাশাপাশি ক্যাম্পাস খোলার পর নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, ‘সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের মতো আমরাও শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের যৌক্তিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগ তা অনুসরণ করে প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যদিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটেছে। তবে ঢাকাসহ সারাদেশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।’
এসময় উপস্থিত ছিলেন ববি শিক্ষার্থী মাহমুদুল হাসান সজিব, শারমিলা জামান সেঁজুতি, ভূমিকা সরকার, হাবিবুর রহমান রাফি প্রমুখ।
আরও পড়ুন: সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ
৪ মাস আগে