ট্রাক্টরের চাপা
বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত
বেনাপোলে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১০) নামে একটি শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকালে বেনাপোল পোর্ট থানার পুটখালীর কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার আব্দুল্লাহ মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ফারুক নানা বাড়ি থেকে সাইকেল করে নিজ বাড়ি কৃষ্ণপুর যাচ্ছিল। পথে মহিষাডাঙ্গা কালাম দারোগার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবহনকারী ট্রাক্টর বাইসাইকেলটিকে চাপা দিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার সঙ্গীতশিল্পী নোবেল
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘নিহত শিশু ওমর ফারুকের বাবা তার ছেলের অসর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে থানায় একটি লিখিত আবেদন দিয়েছেন।’
তিনি বলেন, ‘দূর্ঘটনার জন্য ট্রাক্টর চালক দায়ী নন। তবে, পুলিশ সড়ক দুর্ঘটনার তদন্ত করছে।’
১৯৮ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়ার মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় ইমরুল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কসবা-সৈয়দাবাদ সড়কের পৌর শহরের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
ইমরুল শহরের আড়াইবাড়ী গ্রামের বাসিন্দা ইমতিয়াজ হোসেনের ছেলে এবং আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার পৌর শহরের কদমতলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ইমরুল। এসময় সৈয়দাবাদের দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মাটিবাহী ট্রাক্টরচাপায় ইমরুলের মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘শিশু ইমরুলের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে। এছাড়া আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’
আরও পড়ুন: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত
৪৯৫ দিন আগে