রিকশা যাত্রী নিহত
সিলেটে ট্রাকচাপায় রিকশা যাত্রী নিহত
সিলেট নগরীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টায় নগরীর এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাথরবোঝাই একটি ট্রাক রাত সাড়ে ১০টায় এয়ারপোর্ট সড়কের খাসদবির এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশাকে চাপা দেয়। এতে রিকশায় থাকা যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় রিকশাচালক।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার আম্বরখানা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আম্বরখানা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুজিত চক্রবর্তী বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
৪ মাস আগে