মৌলভীবাজার সদর উপজেলা
বিলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
মৌলভীবাজার সদর উপজেলায় বিলের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ জুলাই) খলিলপুর ইউনিয়নের কমুদপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে বৌদ্ধ বিহারের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
পুলিশ ও এলাকাবাসি জানায়, রবিবার বিলের দখল নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ৩০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম নজরুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ২০
ঝালকাঠিতে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
৪ মাস আগে