দরবস্ত ও সাপমারা ইউনিয়ন
গাইবান্ধায় মর্টার শেলের মতো বস্তু উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ও সাপমারা ইউনিয়নের সীমানা গোশাইপুর এলাকা থেকে মর্টার শেলের মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া বস্তুটি পুলিশের পাহারায় রয়েছে।
আরও পড়ুন: মিয়ানমার থেকে আর কোনো মর্টার শেল বাংলাদেশে পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী
শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে করতোয়া নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে এটি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, মর্টার শেলের মতো দেখতে বস্তুটি এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে এটি তাজা না নিষ্ক্রিয় বলা মুশকিল।
তিনি আরও বলেন, তাই সেনাবাহিনীরে বোমা বিশেষজ্ঞদলকে খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয় সম্পর্কে জানা যাবে।
এছাড়া রবিবার (২৮ জুলাই) বেলা ১২টা সময়ও সেনাবাহিনীর জন্য পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানান ওসি।
আরও পড়ুন: সিলেটে আরও একটি মর্টার শেল উদ্ধার
জাফলং থেকে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার
৩ মাস আগে