হযরত শেখ
নড়াইলে ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
নড়াইলে মফিজুর রহমান ও হযরত শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে মফিজুরকে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন ও মো. সাইফুল আলম এ রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে কলেজ শিক্ষক হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন
দণ্ডপ্রাপ্ত হলেন- যশোর কোতোয়ালি থানার কচুয়া মোল্যাপাড়া এলাকার বাসিন্দা মফিজুর রহমান এবং খুলনা শহরের খানজাহান আলী থানার পাড়িয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা হজরত শেখ।
আদালতের অতিরিক্ত কৌঁসুলি আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, মফিজুর ২০১৩ সালে যশার মহাসড়ক নড়াইল সদর উপজেলার সিতারামপুর এলাকায় থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক হন। এদিকে, হজরত শেখও সদর উপজেলার চাঁচড়া এলাকা খেকে ২২ বোতল ফেনসিডিলসহ ধরা পড়ে। উভয় ঘটনায় সদর থানায় মামলা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে মফিজুর ও হযরতকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
আরও পড়ুন: ইয়াছিন হত্যাকাণ্ড: এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন
শিশু রিয়াদ হত্যা মামলা: ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন
৪ মাস আগে