ঘষিয়াখালী
ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-ক্যানেলে তীব্র ভাঙন, ঝুঁকিতে শতাধিক পরিবার
বাগেরহাটের বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-ক্যানেলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর ফলে প্লাবনের ঝুঁকিতে পড়েছে শতাধিক পরিবার।
ইতোমধ্যে গ্রামরক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোমজাইপুর গ্রামের কয়েকটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
আরও পড়ুন: তিস্তার ভাঙন প্রতিরোধের কাজ করতে গিয়ে ২ শ্রমিক নিখোঁজ, আহত ১১
স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে গত পূর্ণিমার জোয়ারের পানির স্রোতে ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে রশিদ মোল্যা, মিজান মোল্লা, জামাল মোল্যা, জাহাঙ্গীর শেখসহ তাদের পাঁচটি বসতবাড়ি ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া দুটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে এবং ঝুঁকিতে রয়েছে আরও পাঁচটি খুঁটি। ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে পড়েছে আরও ৫০ টি বসতবাড়ি। রোমজাইপুর গ্রামের গ্রাম রক্ষাবাঁধ ভেঙে ও জোয়ারের উপচে পড়া পানিতে প্লাবিত হয়েছে শতাধিক পরিবার।
রোমজাইপুর গ্রামের বিভাষ হালদার বলেন, ‘সপ্তাহ ধরে ক্যানেলে ভাঙন শুরু হলে পাঁচটি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। গ্রামরক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার ভেঙে যাওয়ায় দৈনিক দুইবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়ক জোয়ারের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
পেড়িখালী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. বায়েজিদ সরদার বলেন, ‘রিমালের আঘাতে বাঁধ ভেঙে গ্রামের অনেক ক্ষতি হয়েছিল। আমরা স্থানীয়ভাবে বাঁধ মেরামতের চেষ্টা করেছি। ক্যানেলে আবারও ভাঙন শুরু হয়েছে। গত কয়েকদিনে কয়েকটি বসতবাড়ি ভেঙে বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত বাসিন্দারা অন্যত্র চলে গেছে। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার বসতবাড়ি থেকে বের হতে পারছে না। জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’
স্থানীয় নারী ইউপি সদস্য রীনা বেগম হেনা বলেন, ‘রিমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নদী ভাঙনে মড়ার ওপর খাড়ার ঘায়ে পরিণত হয়েছে। দৈনিক দুইবার জোয়ারের পানিতে প্লাবিত হয় এলাকার শতাধিক পারিবার। বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বেশ কিছু পরিবার।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রহিমা সুলতানা বুশরা বলেন, ‘নদী ভাঙনের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য হাবিবুন নাহারকে অবহিত করেছি।’
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল বিরুনী বলেন, ‘নদী ভাঙনের খবর পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যার পানি কমে তিস্তায় তীব্র ভাঙন
নড়াইলে মধুমতি নদীভাঙনের কবলে শতাধিক পরিবার
৪ মাস আগে