সিলেটের জাফলং
অবৈধভাবে বালু উত্তোলনকালে জাফলংয়ে ৬১টি নৌকা জব্দ, গ্রেপ্তার ৩
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানে এসময় ৬১টি নৌকা জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
গ্রেপ্তাররা হলেন- কোম্পানিগঞ্জের কলাবাড়ি লংপুরবস্তির মিন্নাত আলী (২৮), একই উপজেলার মধ্য রাজনগর গ্রামের আব্দুল মুতলিব (২৫) এবং সুনামগঞ্জের রামানিপুর গ্রামের সুকেশ বিশ্বাস (৪২)।
ইউএনও তৌহিদুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬১টা বালুবাহী নৌকা জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। যেকোনো মূল্যে সব ধরনের অবৈধ তৎপরতা বন্ধে প্রশাসন জিরো ট্রলারেন্স নীতি অবলম্বন করে আসছে।’
অভিযানকালে উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুলসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার তহশিলদার শফিকুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় জরিমানা
বেলকুচিতে অবৈধভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন, ২ জনের কারাদণ্ড
৩ মাস আগে