এন্দ্রিক
৮ গোলের রোমাঞ্চকর লড়াই ড্র করেও ফাইনালে রিয়াল মাদ্রিদ
বারবার এগিয়ে গিয়েও পা হড়কাতে বসা রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের আরও একটি গল্প লিখে যখন ফাইনালের পথ ধরেছে, তখন যোগ করা সময়ে ফের গোল করে আরও একবার ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন মিকেল ওইয়ারসাবাল। তবে অতিরিক্ত সময় শেষে ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছে, তখন শেষ গোলটি করে রিয়ালকে ফাইনালে পৌঁছে দিলেন আন্টোনিও রুয়েডিগার।
অতি সংক্ষেপে কোপা দেল রের প্রথম সেমিফাইনালের ফিরতি লেগের বর্ণনা মোটামুটি এমনই। মঙ্গলবার (১ এপ্রিল) রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সান্তিয়াগো বের্নাবেউতে অনুষ্ঠিত ম্যাচটি ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
তবে দুই লেগ মিলিয়ে ব্যবধান হয়ে থাকল প্রথম লেগে রিয়ালের করা একমাত্র গোলটি। ওই গোলের সুবাদে অগ্রগামিতায় ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এদিন ম্যাচের শুরু থেকে সোসিয়েদাদকে চেপে ধরে অগ্রগামিতায় দ্বিতীয়বারের মতো এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে রিয়াল মাদ্রিদ। তবে ষোড়শ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণে উঠে ঘরের মাঠের সমর্থকদের স্তব্ধ করে দেন আন্দের বারেনেচিয়া।
পাবলো মারিনের হেডারে বাড়ানো পাস ধরে ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে ওয়ান-অন-ওয়ানে আন্দ্রেই লুনিনকে পরাস্ত করেন এই স্প্যানিশ। ফলে রিয়ালের প্রথম লেগের অগ্রগামিতা ফিরতি লেগের শুরুতেই মিলিয়ে যায়।
তবে ৩০তম মিনিটে এন্দ্রিকের একক নৈপুণ্যে উল্লাসে মাতে বের্নাবেউ। ফলে আবারও লিড নেয় রিয়াল। এরপর দ্বিতীয়ার্ধে কোনোভাবেই আর এগিয়ে যাওয়া হয়ে উঠছিল না স্বাগতিকদের। অন্যদিকে, চাপে কোণঠাসা লা রিয়াল সমতায় ফেরার কথা যেন ভুলেই গিয়েছিল। এর মাঝে আক্রমণে ধার বাড়াতে এন্দ্রিককে উঠিয়ে কিলিয়ান এমবাপ্পেকে নামান আনচেলত্তি। তবে ৭২তম মিনিটে উল্টো এক আত্মঘাতী গোল খেয়ে বসে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন: আট গোলের থ্রিলারে শেষ হাসি আতলেতিকো মাদ্রিদের
প্রতিপক্ষের বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে দূরের পোস্টের দিকে শট নেন মারিন। গোলমুখ থেকে তা ক্লিয়ার করতে গেলে ডাভিড আলাবার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ফলে অগ্রগামিতায় ২-২-এ সমতায় ফিরে পায়ের তলায় মাটি খুঁজে পায় সোসিয়েদাদ।
দ্বিতীয়বার সমতায় ফেরার আট মিনিট পর গোল করে লা রিয়ালকে জয়ের বন্দর দেখান ওইয়ারসাবাল। এবারও দুর্ভাগা আলাবার পায়ে লেগে ঠিকানা খুঁজে নেয় ওইয়ারসাবালের শট।
ম্যাচের তখন আর মিনিট দশেক বাকি। এ সময় প্রথমবারের মতো এগিয়ে যায় ইমানোলের শিষ্যরা। তবে অবিশ্বাস্যভাবে চার মিনিটে দুই গোল করে ম্যাচভাগ্য নিজেদের দিকে ঘুরিয়ে নেয় মাদ্রিদ।
৮২তম মিনিটে বেলিংহ্যাম ও ৮৬তম মিনিটে অরেলিয়েঁ চুয়ামেনি গোল করে চকিতে রিয়ালকে এগিয়ে নেন। অগ্রগামিতায় ফল তখন রিয়াল মাদ্রিদের পক্ষে, ৪-৩।
কিন্তু না! যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের সোসিয়েদাদের ত্রাতা হয়ে ওঠেন ওইয়ারসাবাল। ফলে ৪-৩ গোলে সোসিয়েদাদ ম্যাচে এগিয়ে থাকলেও ৪-৪ অগ্রগামিতায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা।
আরও পড়ুন: কোপা দেল রে: আরও একটি এল ক্লাসিকো ফাইনালের সম্ভাবনা
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কেউ গোল না পাওয়ার পর দ্বিতীয়ার্ধেও সেই ধারা অব্যাহত থাকে। শেষে ম্যাচ যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছে, তখনই গর্জন করে ওঠে বের্নাবেউ।
১১৫তম মিনিটে কর্নার থেকে আর্দা গুলেরের নেওয়া ক্রসে হেড দিয়ে রিয়ালকে কাঙ্ক্ষিত জয়সূচক গোলটি এনে দেন রুয়েডিগার। এরপর আর সোসিয়েদাদের ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ফলে ফাইনালে পা রাখে রিয়াল মাদ্রিদ। আর মাদ্রিদ জায়ান্টদের তাদের মাঠে এসে চার গোল দিয়েও হতাশা নিয়ে ঘরে ফিরতে হয় সোসিয়েদাদকে।
দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার রাতে মাঠে নামবে আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। প্রথম লেগে এই দুই দলের লড়াই শেষ হয় ৪-৪ ড্রয়ে। ফলে ফিরতি লেগে জয়ী দলই ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে।
৩ দিন আগে
প্রথম দেখাতেই রিয়ালকে হারিয়ে দিল লিল
ভিনিসিউস, বেলিংহ্যাম, এন্দ্রিক; এরপর কিলিয়ান এমবাপ্পেকে মাঠে নামালেন কার্লো আনচেলত্তি, কিন্তু কোনোভাবেই প্রতিপক্ষের জাল খুঁজে পেল না রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলাররা। আর এর ফলে এক মৌসুমের বেশি সময় পরে অবশেষে হারের স্বাদ পেল বর্তমান চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বুধবার রাতে লিলের ঘরের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে জয়সূচক ও ম্যাচের একমাত্র গোলটি করেন লিলের কানাডিয়ান স্ট্রাইকার জনাথন ডেভিড। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক অসাধারণ সব সেভ করে রিয়ালকে কোনোভাবেই সমতায় ফিরতে দেননি ক্লাবটির ফরাসি গোলরক্ষক লুকা শেভালিয়ে।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ইতিহাসের পাতায় এন্দ্রিক
এর ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর হারল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগেও গত আসর অপরাজিত কাটানোর পর চলতি আসরে এর আগ পর্যন্ত অপরাজিত ছিল দলটি।
অপরদিকে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমে প্রথম ম্যাচই জিতে দিনটি স্মরণীয় করে রাখল লিল। শুধু তাই নয়, ঘরের মাঠে কোনো স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে এটিই প্রথম জয় ফরাসি ক্লাবটির।
কিলিয়ান এমবাপ্পে ইনজুরি থেকে ফেরায় এদিন তাকে শুরুর একাদশে রাখেননি রিয়াল বস কার্লো আনচেলত্তি। এর ফলে প্রথমবারের মতো রিয়ালের জার্সিতে ম্যাচ শুরু করেন এন্দ্রিক। আর এতেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করেন এই ব্রাজিলীয় তরুণ।
১৮ বছর ৭৩ দিন বয়সে ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে শুরুর একাদশে থেকে ম্যাচ শুরু করেন এন্দ্রিক। এর ফলে তিনি ভেঙে দেন ১৯৯৫ সালে গড়া ক্লাবটির সাবেক অধিনায়ক রাউল গন্সালেসের রেকর্ড। আয়াক্সের বিপক্ষে মাঠে নামা ওইদিন তার বয়স ছিল ১৮ বছর ৭৮ দিন।
১৮৪ দিন আগে
জয়ে আনচেলত্তির ৩০০তম ম্যাচ রাঙাল রিয়াল মাদ্রিদ
কার্লো আনচেলত্তির কোচিং ক্যারিয়ারের ৩০০তম ম্যাচ ছিল এটি। তবে মাঠে নেমে দারুণ এক জয়ের মাধ্যমে তাকে গুরুদক্ষিণা দিয়েছেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।
লা লিগায় সপ্তম রাউন্ডের ম্যাচে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বের্নাবেউতে দেপর্তিভো আলাভাসকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচটি ৩-২ গোলের বড় ব্যবধানে জিতেছে আনচেলত্তির শিষ্যরা।
অবশ্য স্কোরলাইন দেখে মনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুদল। তবে পুরো ম্যাচজুড়েই আলাভেসকে কোণঠাসা করে রাখে স্বাগতিকরা। আর শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক দুটি গোল পেয়ে যায় আলাভেস।
দলের হয়ে প্রথম মিনিটেই প্রথম গোলটি করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নেন রাইট ব্যাক লুকাস ভাসকেস। এরপর কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় তারা। তারপর ম্যাচের শেষ সময়ে আলাভেসের গোলদুটি করেন কার্লোস বেনাভিদেস ও কিকে গার্সিয়া।
এই জয়ে লিগে টানা ৩৯ ম্যাচ অপরাজিত রইল মাদ্রিদ জায়ান্টরা। বার্সেলোনার ৪৩ ম্যাচের রেকর্ড ছোঁয়ার লক্ষ্যে আরও একধাপ এগোল ভিনিসিউস-এমবাপ্পেরা। শুধু তা-ই নয়, লিগে প্রথম ৬ ম্যাচ মিলিয়ে প্রথমার্ধে মাত্র একটি গোল করা রিয়াল মাদ্রিদ এই ম্যাচে গোল পেয়েছে দুটি।
আরও পড়ুন: নিজের ‘এক্সপায়ার ডেট’ দেখতে পাচ্ছেন না আনচেলত্তি
এদিন কার্যত গোল খেয়েই ম্যাচ শুরু করে আলাভেস। ম্যাচের ৫৪তম সেকেন্ডে বাঁ পাশ দিয়ে বক্সে ঢুকে গোললাইনের কাছ থেকে গোলমুখে থাকা লুকাস ভাসকেসকে পাস দেন ভিনিসিউস। বল পেয়ে প্রথম ছোঁয়াতেই গোল আদায় করে নেন ভাসকেস। ফলে অধিনায়ক হিসেবে মাঠে নামার প্রথম মিনিটেই সমর্থকদের আনন্দে ভাসান ৩৩ বছর বয়সী এই রাইট ব্যাক।
১৯২ দিন আগে
এমবাপ্পে না পারলেও অভিষেকে গোল এন্দ্রিকের, জয়ে ফিরল রিয়াল
প্রথম ম্যাচে ড্র করার পর লা লিগায় চলতি মৌসুমে প্রথম ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচের বেশিরভাগ সময় ধীরগতির ফুটবল খেলেও দারুণ জয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
রবিবার (২৫ আগস্ট) বের্নাবেউতে ভায়াদোলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতে জয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের ৫০তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের ফ্রি কিক থেকে করা গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৮ ও যোগ করা সময়ের শেষ মিনিটে দুই গোল করেন বদলি হিসেবে নামা দুই খেলোয়াড় ব্রাহিম দিয়াস ও এন্দ্রিক।
এদিন নতুন মৌসুমে সান্তিয়াগো বের্নাবেউতে প্রথম ম্যাচ খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে লা লিগায় ঘরের মাঠে অভিষেক হয় কিলিয়ান এমবাপ্পের। এছাড়া ম্যাচের ৮৬তম মিনিটে অভিষেক হয় এন্দ্রিকের। তবে ম্যাচের প্রায় পুরোটা সময় খেলে এমবাপ্পে গোল না পেলেও তার পরিবর্তে মাঠে নেমে অভিষেক ম্যাচেই গোল আদায় করে নিয়েছেন এন্দ্রিক।
রিয়ালের নতুন নম্বর ৯ এবং ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য মহাতারকা হিসেবে আলোচনায় আসা এন্দ্রিকের অভিষেক ম্যাচে উপস্থিত ছিলেন লস ব্লাঙ্কোসদের সাবেক নম্বর ৯ ব্রাজিল গ্রেট রোনালদো নাজারিও। তবে প্রতিপক্ষ দলের হয়ে মাঠে এসেছিলেন তিনি। ভায়াদোলিদের মালিকদের একজন রোনালদো।
আরও পড়ুন: মৌসুমের শুরুতেই বেলিংহ্যামকে হারাল রিয়াল মাদ্রিদ
ম্যাচের শুরু থেকেই তুলনামূলক শক্তিশালী রিয়াল মাদ্রিদ আক্রমণে উঠতে থাকে, আর রক্ষণাত্মক ফুটবলে মনোযোগী হয় ভায়াদোলিদ।
ম্যাচের নবম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে রিয়াল। মাঝমাঠে নিজেদের অর্ধ থেকে উড়ন্ত লম্বা পাস দিলে দ্রুগতিতে বলের কাছে পৌঁছে প্রতিপক্ষের বক্সের মধ্যে বাঁ পাশ থেকে বল ধরেন এমবাপ্পে। প্রথম ছোঁয়াতেই তিনি লক্ষ্যে শট নিলে ঝাঁপিয়ে তা প্রতিহত করেন লা লিগার প্রথম রাউন্ডে গোল না খাওয়া একমাত্র গোলরক্ষক কার্ল হাইন।
২২২ দিন আগে
রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এন্দ্রিক
আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়েছেন তিন দিন হলো, এরই মধ্যে ব্রাজিলের তরুণ প্রতিভা এন্দ্রিকের পেছনে বড় বড় কোম্পানির লাইন লেগে গেছে। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এন্দ্রিকের সঙ্গে চুক্তি করেছে অস্ট্রিয়ান এনার্জি ড্রিংকস প্রস্তুতকারক রেড বুল।
মঙ্গলবার (৩০ জুলাই) ১৮ বছর বয়সী এই সেলেসাউ প্রতিভার সঙ্গে বহু বছরের স্পন্সরশিপের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে পানীয় বিক্রিতে প্রসিদ্ধ প্রতিষ্ঠানটি।
এন্দ্রিকের প্রতিনিধি ব্রাজিলের রক নেশন স্পোর্টসের প্রধান থিয়াগো ফ্রেইটাস তার রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই চুক্তির মাধ্যমে এন্দ্রিক ডিজনি, নিউ ব্যালেন্স ও পানিনির মতো ব্র্যান্ডগুলোর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
শনিবার (২৭ জুলাই) রিয়ালের নতুন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন এন্দ্রিক। সেদিনই রেডবুলের আমন্ত্রণ পান বলে জানালেন এই স্ট্রাইকার।
তিনি বলেন, ‘তারা আমাকে (ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার) আমন্ত্রণ জানাল, শুনে তো আমি থ! এরপর একসঙ্গে আমরা কী করতে পারি, তা নিয়ে কথা বলার পরই আমি রাজি হয়ে যাই।’
‘রেড বুল এমনিতেও আমার প্রিয় (পানীয়)। এটি আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে। তাই কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি দারুণ খুশি।’
‘তাদের সঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে (চুক্তিবদ্ধ) রয়েছে, যাদের আমি পছন্দ করি। আমার কাছে তাই এই পরিবারের অংশ হতে পারা মানে নিজের পছন্দের সবকিছু এক জায়গায় পেয়ে যাওয়া।’
২০২২ সালে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এন্দ্রিককে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তবে সে সময় তিনি অপ্রাপ্তবয়স্ক (১৬ বছর) হওয়ায় তার সই নিতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটিকে।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
ব্রাসিলিয়ার দরিদ্র বস্তি থেকে উঠে এসে দেশ ও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা প্রতিভায় পরিণত হয়েছেন এন্দ্রিক। গত মৌসুমে পালমেইরাসের রেকর্ড দ্বাদশ ব্রাজিলিয়ান লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হয়ে ১৯৫৭ সালে পেলের গড়া ব্রাজিলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
এ বছরের মার্চে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যাবধানের জয়ের ম্যাচে জয়সূচক গোলটি করে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক গোলের খাতা খোলেন তিনি। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি।
নেইমারের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে রেড বুলের সঙ্গে স্পন্সরশিপে চুক্তিবদ্ধ হলেন এই ফুটবলার।
২৪৮ দিন আগে