রেড বুল
রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এন্দ্রিক
আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়েছেন তিন দিন হলো, এরই মধ্যে ব্রাজিলের তরুণ প্রতিভা এন্দ্রিকের পেছনে বড় বড় কোম্পানির লাইন লেগে গেছে। এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এন্দ্রিকের সঙ্গে চুক্তি করেছে অস্ট্রিয়ান এনার্জি ড্রিংকস প্রস্তুতকারক রেড বুল।
মঙ্গলবার (৩০ জুলাই) ১৮ বছর বয়সী এই সেলেসাউ প্রতিভার সঙ্গে বহু বছরের স্পন্সরশিপের জন্য চুক্তিবদ্ধ হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে পানীয় বিক্রিতে প্রসিদ্ধ প্রতিষ্ঠানটি।
এন্দ্রিকের প্রতিনিধি ব্রাজিলের রক নেশন স্পোর্টসের প্রধান থিয়াগো ফ্রেইটাস তার রেড বুলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এই চুক্তির মাধ্যমে এন্দ্রিক ডিজনি, নিউ ব্যালেন্স ও পানিনির মতো ব্র্যান্ডগুলোর সঙ্গেও অংশীদারত্বের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
আরও পড়ুন: সিটি সমর্থকদের সুখবর দিলেন গার্দিওলা
শনিবার (২৭ জুলাই) রিয়ালের নতুন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন এন্দ্রিক। সেদিনই রেডবুলের আমন্ত্রণ পান বলে জানালেন এই স্ট্রাইকার।
তিনি বলেন, ‘তারা আমাকে (ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার) আমন্ত্রণ জানাল, শুনে তো আমি থ! এরপর একসঙ্গে আমরা কী করতে পারি, তা নিয়ে কথা বলার পরই আমি রাজি হয়ে যাই।’
‘রেড বুল এমনিতেও আমার প্রিয় (পানীয়)। এটি আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে। তাই কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমি দারুণ খুশি।’
‘তাদের সঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে (চুক্তিবদ্ধ) রয়েছে, যাদের আমি পছন্দ করি। আমার কাছে তাই এই পরিবারের অংশ হতে পারা মানে নিজের পছন্দের সবকিছু এক জায়গায় পেয়ে যাওয়া।’
২০২২ সালে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এন্দ্রিককে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তবে সে সময় তিনি অপ্রাপ্তবয়স্ক (১৬ বছর) হওয়ায় তার সই নিতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে ইউরোপের অন্যতম সফল এই ক্লাবটিকে।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে এবার ইতালিতে পাড়ি জমালেন ভারান
ব্রাসিলিয়ার দরিদ্র বস্তি থেকে উঠে এসে দেশ ও আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা প্রতিভায় পরিণত হয়েছেন এন্দ্রিক। গত মৌসুমে পালমেইরাসের রেকর্ড দ্বাদশ ব্রাজিলিয়ান লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শুধু তাই নয়, জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত হয়ে ১৯৫৭ সালে পেলের গড়া ব্রাজিলের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
এ বছরের মার্চে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যাবধানের জয়ের ম্যাচে জয়সূচক গোলটি করে ব্রাজিলের জার্সিতে আন্তর্জাতিক গোলের খাতা খোলেন তিনি। এর ফলে আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের সর্বকনিষ্ঠ গোলদাতা বনে যান তিনি।
নেইমারের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে রেড বুলের সঙ্গে স্পন্সরশিপে চুক্তিবদ্ধ হলেন এই ফুটবলার।
৪ মাস আগে