ইপিজেডে
নীলফামারী ইপিজেডে ১২ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইউইপিজেড) প্রিন্টেড ম্যাটেরিয়ালস ও প্যাকেজিং পণ্য উৎপাদন শিল্প স্থাপনে ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা কোম্পানি বাইদা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। মঙ্গলবার ঢাকার বেপজা কমপ্লেক্সে এই চুক্তি সই করা হয়।
আরও পড়ুন: বাংলাদেশে জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি ১০.৪২ শতাংশ
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবির এবং বাইদা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঝাং হু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বছরে ৮ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের কার্টুন বক্স, পেপার ব্যাগ, বক্স ফাইল/স্টোরেজ বক্স, বিভিন্ন ধরনের বই ও ম্যাগাজিন, স্টিকার/লেবেল/হ্যাং ট্যাগ/বারকোড স্টিকার, ক্যালেন্ডার, ডায়েরি ও বিভিন্ন ধরনের প্রিন্টেড কার্ড উৎপাদন করবে। এ কোম্পানিতে ১ হাজার ১৫০ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
আরও পড়ুন: সেপ্টেম্বরে শুরু হচ্ছে রিহ্যাব শারজাহ ফেয়ার-২০২৪
৪ মাস আগে