১০৫৪ বস্তা চিনি
সিলেটে ১০৫৪ বস্তা চিনি জব্দ, আটক ৩
সিলেটের জকিগঞ্জে ১ হাজার ৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি চোরাচালানের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সিলেটে ২০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২
আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্ধার থানার উজানজোড়া গ্রামের পারভেজ মোশাররফ (২৯), পাবনা জেলার আতাইকুলা এলাকার কাছারপুর গ্রামের মো. সোলাইমান মন্ডল (৩২) এবং ভোলা জেলার বুরহান উদ্দিন থানার উত্তর ভাটামারা গ্রামের মো. বেলাল হোসেন (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে তিনটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৪ বস্তায় ৫২ হাজার ৭০০ কেজি চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য সাড়ে ৬ লাখ টাকা।
জকিগঞ্জে থানার মিডিয়া অফিসার উপপরিদর্শক (এসআই) মফিদুল হক সজল বলেন, ‘আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: সুনামগঞ্জে ৯৬ বস্তা চিনি জব্দ, আটক ১
জৈন্তাপুরে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১
৪ মাস আগে