২৮১ বোতল
সিরাজগঞ্জে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ৩
সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ২৮১ বোতল ফেন্সিডিল জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তিনজনকে গ্রেপ্তারের দাবি করেছে সশস্ত্র বাহিনীটি।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ৩৬ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সলঙ্গা থানাধীন বাগিচাপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মো. মফিজুল ইসলাম (৩০), কাশিরাম গুড়াতিপাড়া গ্রামের মো. রবিউল ইসলাম (২৪) ও সুতিধার গ্রামের মো. সুমন মিয়া (২৯)।
আরও পড়ুন: গাইবান্ধায় ২০০ বোতল ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ২
বুধবার (১৪ আগস্ট) র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
৩ মাস আগে
মহেশপুরে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহের মহেশপুরে ফেনসিডিল বহনের অভিযোগে জিয়া হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র্যাব-৬।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোরে ওই উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিয়া (৪৫) ওই গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, কানাইডাঙ্গা গ্রামে মাদক বেচা-কেনা সংবাদ পেয়ে অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গ্রেপ্তার আসামির কাছ থেকে ২৮১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে র্যাবের পক্ষ থেকে মামলা করে জিয়াকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
৩ মাস আগে