কাঁদানে গ্যাস
খুলনায় বৈষম্যবিরোধী সমাবেশে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (২ আগস্ট) বিকাল সোয়া ৩টার দিকে যখন শিক্ষার্থীদের একটি বিশাল মিছিল গাল্লামারী এলাকায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত হয়।
আরও পড়ুন: ডিবি আমাদের জোর করে আটকে রেখেছিল, আন্দোলন চলবে: মুক্তির পর কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক
মিছিলটি গাল্লামারী পৌঁছালে জিরো পয়েন্টের কাছে থাকা পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এরপরই সংঘর্ষ শুরু হয়।
এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা যায়। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে যায়। এরপর শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেন।
সেখানে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৫টা পর্যন্ত জিরোপয়েন্ট মোড়ে অবস্থান করেন শিক্ষার্থীরা। তাদের দুই পাশ দিয়ে ঘিরে রয়েছে পুলিশ।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ক্রমাগত তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করছে, যা সংঘর্ষকে আরও তীব্র করে তুলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ
ঢাকা-পাবনা মহাসড়কে শিক্ষার্থীদের গণমিছিল
৪ মাস আগে