গেট আপ স্ট্যান্ড আপ
'গেট আপ স্ট্যান্ড আপ': শিক্ষার্থীদের প্রতি সংগীতশিল্পীদের সংহতি প্রকাশ
চলমান বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে সংহতি প্রকাশ করে শনিবার রাজধানীতে জড়ো হন সংগীতশিল্পীরা।
প্রথমে ধানমন্ডির রবীন্দ্র সরবরে জড়ো হওয়া শিল্পীরা 'গেট আপ স্ট্যান্ড আপ' ব্যানারে মিছিল করে হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শিল্পীরা নিপীড়নের বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেন এবং সহিংসতা বন্ধ, হত্যাকারীদের শাস্তি ও সম্প্রতি গ্রেপ্তার হওয়া 'আওয়াজ উঠা' গানের র্যাপার হান্নানের জন্য ন্যায়বিচার দাবি করেন।
আরও পড়ুন: রাজশাহীতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর, পুলিশসহ আহত ২
বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) প্রতিনিধিসহ সংগীতশিল্পী এবং অনেক জনপ্রিয় ব্যান্ড, একক শিল্পী, সংগীত পরিচালক, গীতিকার, যন্ত্রশিল্পী, প্রযুক্তিবিদ, সংগঠকসহ অন্যরা সংহতি প্রকাশ করে সমাবেশ ও শোভাযাত্রায় যোগ দেন।
শিল্পীদের মধ্যে ছিলেন প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী, প্রবর রিপন, হামিন আহমেদ, মাকসুদুল হক, সাকিব চৌধুরী, পার্থ বড়ুয়া, সুজিত মোস্তফা, শেখ মনিরুল হক টিপু, শায়ান চৌধুরী অর্ণব, আসিফ আকবর, জিয়াউর রহমান জিয়া, সৈয়দ হাসানুর রহমান, পান্থ কানাই, জর্জ লিংকন ডি'কস্তা, রায়েফ আল হাসান রাফা, এলিটা করিম, জোহাদ রেজা চৌধুরী, জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি, জুনায়েদ ইভান, সোমেশ্বর অলি, জামশেদ চৌধুরী, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, শেখ ইশতিয়াক, শওকত আলী ইমন প্রমুখ।
মাইলস, সোলস, ওয়ারফেজ, শিরোনামহীন, রেনেসাঁ, আর্টসেল, ক্রিপটিক ফেট, নেমেসিস, চিরকুট, মেঘদল, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাস, অ্যাভয়েডরাফা, কাকতাল, চিরকুটসহ জনপ্রিয় ব্যান্ডগুলো বৃষ্টিভেজা আকাশের নিচে একত্রিত হয়ে প্রতিবাদে যোগ দেয়।
বিশিষ্ট সংগীতপরিচালক প্রিন্স মাহমুদ বলেন, ‘প্রথম দিন থেকেই আমিসহ আমরা অনেকেই শিক্ষার্থীদের দাবিকে সমর্থন করেছি এবং সামাজিক প্ল্যাটফর্মে আমাদের আওয়াজ তুলেছি। শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত এবং আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার দাবি করছি।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জের চাষাড়া চত্বর ও বঙ্গবন্ধু সড়কে শিক্ষার্থীদের অবস্থান
৪ মাস আগে