জেলা আ. লীগ কার্যালয়
চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রীর বাড়িতে হামলা, জেলা আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
চাঁদপুর শহরে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির বাসভবন, জেলা আওয়ামী লীগরে কার্যালয়, সদর উপজলো ভুমি অফিস, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা পরিষদ চয়োরম্যান ওসমান গনি পাটোয়ারীর অফিসে হামলা-ভাঙচুর ও অগ্নসিংযোগ করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ আগস্ট) দিনভর দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে পুলশি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংর্ঘষ হয়।
করছেন।
আরও পড়ুন: বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা
এতে পুলিশ সাংবাদিক, শিক্ষার্থীসহ আহত হয়েছেন শতাধিক মানুষ।
বেলা ১১টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় অসহযোগ কর্মসূচির পক্ষে অবস্থান নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় পাল্টাপাল্টি ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ ও হামলায় বেশ কয়কেজন আহত হন। দুপুর ১২টার দিকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
দফায় দফায় সংঘর্ষে গুরুতর আহত ২৪ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমশিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খাঁন ইউএনবিকে বলেন, দুর্বৃত্তরা আমার দপ্তরেও ভাঙচুর চালায়। তবে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় কারফিউ ভেঙে রাজপথ দখল আন্দোলনকারীদের, সংঘর্ষ-গুলিতে আহত অর্ধশতাধিক
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
৪ মাস আগে