হামলা, আগুন
ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আগুন
শেখ হাসিনার পদত্যাগের কয়েক ঘণ্টা পর সোমবার বিক্ষুব্ধ স্থানীয়রা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক সময়ের বাসভবন ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া ধানমন্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
আরও পড়ুন: শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
বিকাল ৪টার দিকে আন্দোলনকারীরা ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এর কিছুক্ষণ পর বিকাল ৫টার দিকে ধানমন্ডিতে শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাসভবন সুধাসদনে আগুন ও ভাঙচুর করা হয়।
বিকাল ৪টার কিছু পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়।
১৯ হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পদত্যাগ করেন এবং হেলিকপ্টারে ভারতের আগরতলার উদ্দেশে দেশ ত্যাগ করেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম।
আরও পড়ুন: শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
শেখ হাসিনা ভারতে, ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি
৪ মাস আগে