আহত ৩৫
রাজশাহীতে বিক্ষোভকারী-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩৫
রাজশাহীর তালাইমারীতে বিক্ষোভকারী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেণ অন্তত আরও ৩০ থেকে ৩৫ জন।
সোমবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা মহানগরীর তালাইমারি মোড়ে বিক্ষোভ শুরু করে।
আরও পড়ুন: শেখ হাসিনা ভারতে, ভারত-বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট জারি
পরে বিক্ষোভকারীরা সাহেববাজার অভিমুখে আসলে সাগরপাড়া কল্পনা সিনেমা হল মোড়ের সামনে আ. লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।
পরে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারসেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে তারা পিছু হটে।
সংঘর্ষ চলাকালে নগরীর শাহ মখদুম কলেজের পাশে একজনের লাশ পাওয়া গেছে। এছাড়াও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া রাজশাহীর বিভিন্ন উপজেলায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গোদাগাড়ী উপজেলায় সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা শহীদ ফিরোজ চত্বরে আসার চেষ্টা করে। তার আগে ফিরোজ চত্বরের নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
এসময় আন্দোলকারীরা চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী মহাসড়কে অবস্থান নেয়।পরে আবারও আন্দোলকারীর সমবেত হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
এতে পুলিশ টিয়ারসেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়লে বেশ কয়েক জন আহত হয়।
রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. শংকর দে বিশ্বাস বলেন, এখন পর্যন্ত গুলিবিদ্ধ ৩০ থেকে ৩৫ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে মোট ৪০ থেকে ৪৫ জন ভর্তি হয়েছেন।
আরও পড়ুন: ঢাকায় বঙ্গবন্ধু জাদুঘর-আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, আগুন
শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
৪ মাস আগে