হাজতি-কয়েদি
সাতক্ষীরা জেলা কারাগারে হামলা, বেরিয়ে গেছে সব হাজতি-কয়েদি
সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে হাজতি ও কয়েদিরা বেরিয়ে গেছে।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা জেলা কারাগারে দুর্বৃত্তরা হামলা চালায়।
আরও পড়ুন: শেরপুর জেলা কারাগার ভাঙল দুর্বৃত্তরা, ৫০০ বন্দির পলায়ন
এসময় তারা কারারক্ষীদের জিম্মি করে জেলখানার চাবি নিয়ে জেলখানা এলাকায় সব আলো নিভিয়ে দেয়।
এরপরেই সব হাজতি ও কয়েদিরা বেরিয়ে গেছে বলে জানা গেছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানায়, সন্ধ্যার পর জেলা কারাগারে হামলা চালিয়ে আসামিদের বের করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কতজন হাজতি ও কয়েদি সেখান থেকে বেরিয়ে গেছে তার সঠিক কোন পরিসংখ্যান জানাতে পারেননি পুলিশ সুপার।
আরও পড়ুন: শিক্ষার্থী-আন্দোলনকারীদের তারেক রহমানের অভিনন্দন
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দেশবাসীর প্রতি আহ্বান সারজিস আলমের
৪ মাস আগে