কৃষকলীগ
চুয়াডাঙ্গায় কৃষকলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে গোলাম ফারুকের নিজ এলাকা সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মমিনপুর বাজারে যুবলীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ২০
তিনি মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গোলাম ফারুকের বাসা-বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর মোমিনপুর বাজারে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
গোলাম ফারুকের ফুপাতো ভাই মোস্তাফিজুর রহমান মাজু বলেন, ‘বাজারে বাজার করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মঞ্জিলুরের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাকে লাঠি দিয়ে আঘাত ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
এ ঘটনায় মমিনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে কুপিয়ে পিটিয়ে হত্যা
৪ মাস আগে