অ্যাকশনএইড বাংলাদেশ
আমরা আশাবাদী এই রূপান্তর ইতিবাচক পরিবর্তনের দিকে নেবে: অ্যাকশনএইড বাংলাদেশ
অ্যাকশনএইড বাংলাদেশ বলেছে, দৃঢ় প্রত্যয়ের সাহস, প্রশাসনের সংস্কার এবং মানবাধিকার রক্ষায় শিক্ষার্থীদের আপসহীন অঙ্গীকার একটি ন্যায়বিচার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণদের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।
মঙ্গলবার (৬ আগস্ট) এক বিবৃতিতে এই মন্তব্য করে বেসরকারি সংস্থাটি।
এতে বলা হয়, ‘যারা অধিকার ও ন্যায়বিচারের লড়াইয়ে সাহস নিয়ে নিজের কণ্ঠ তুলে ধরেছে, সেই তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করছে অ্যাকশনএইড বাংলাদেশ।’
অ্যাকশনএইড বাংলাদেশ আরও বলেছে, রাজনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক, তবুও আমরা আশাবাদী এই রূপান্তর ইতিবাচক পরিবর্তন আনবে।
এতে বলা হয়, প্রত্যয়ের সাহস, সুশাসন সংস্কার ও শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষায় আপসহীন অঙ্গীকার একটি ন্যায়সঙ্গত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তরুণদের অপরিহার্য ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয়।
বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
আরও পড়ুন: রিজভী-খসরুসহ বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতা-কর্মীর জামিন
অ্যাকশনএইড বাংলাদেশ বলছে, স্বাধীনতার মূল্য দিতে হয় এবং বৈচিত্র্যকে সম্মান করতেহয়। একই সঙ্গে সকল নাগরিকের সমতা বজায় রাখবে এমন একটি জাতি গঠনের প্রচেষ্টায় আত্মত্যাগকারীদের অবশ্যই সম্মান জানাতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘যদিও আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন তবুও আমরা আশাবাদী যে, তরুণদের নেতৃত্বে এই রাজনৈতিক রূপান্তর ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করবে। মানবাধিকার, সার্বিক অন্তর্ভুক্তি ও সুশাসন নিশ্চিত করতে আমাদের জাতীয় এজেন্ডার অগ্রাধিকার নিশ্চিত করতে আমরা দেশের কর্তৃত্বশীল ও কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
বিবৃতির শেষ অংশে বলা হয়, ‘আসুন আমরা একসঙ্গে এমন একটি ভবিষ্যত গড়ে তুলি যেখানে লিঙ্গ, শ্রেণি, বর্ণ বা জাতি নির্বিশেষে সবাই মূল্যবান হবে এবং সবার মতামত শোনা হবে।’
আরও পড়ুন: ‘রাজনৈতিক শূন্যতা’ পূরণে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান ড. দেবপ্রিয়র
৪ মাস আগে