ইয়াহিয়া সিনওয়ার
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার
প্রয়াত হামাস প্রধান ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া সিনওয়ার।
এক বিবৃতিতে হামাস জানিয়েছে, 'ইয়াহিয়া সিনওয়ারকে আমাদের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে মনোনীত করার ঘোষণা দিচ্ছি।’
৬১ বছর বয়সী সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজা উপত্যকায় হামাসের প্রধান। তিনি ২০ বছরেরও বেশি সময় ইসরায়েলি কারাগারে কাটিয়েছেন এবং ২০১১ সালে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অধীনে মুক্তি পান।
ইসরায়েল মনে করে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী ছিলেন সিনওয়ার।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠান উপলক্ষে তেহরানে অবস্থানকালে বিমান হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। এই হামলাকে 'বিশ্বাসঘাতক' ইসরায়েলের অভিযান বলে দাবি করে হামাস।
৪ মাস আগে