৭০০ নেতা-কর্মী জামিন
চট্টগ্রামে শিক্ষার্থীসহ জামায়াত-বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীসহ জামায়াত ও বিএনপির ৭০০ নেতা-কর্মী জামিনে মুক্ত হয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ৭০০ নেতা-কর্মীকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন: জামিন পেলেন গিয়াস উদ্দিন আল মামুন, শিগগিরই মুক্তি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ‘আদালত থেকে জামিননামা আসার পর যাচাই–বাছাই করে ৭০০ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে তারা কারাগারে এসেছিলেন।’
এদিকে, শুক্রবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষ ও নাশকতার ঘটনার মামলায় গ্রেপ্তার ১৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
এছাড়া নগর ও জেলায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় মোট ৩৪টি মামলা হয়। এসব মামলায় ৩৮ হাজার ৬০০ জনকে আসামি করা হয়। এরমধ্যে গ্রেপ্তার করা হয় প্রায় ১০০০ জনকে।
আরও পড়ুন: তারেক রহমানের সাবেক পিএস অপু জামিনে মুক্ত
রাজনৈতিক মামলায় যখনই জামিন আবেদন, তখনই শুনানির সিদ্ধান্ত
৪ মাস আগে