চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি
ছাত্র-জনতার রক্তে অর্জিত বিজয়কে অক্ষুণ্ন রাখতে হবে: বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি
ছাত্র-জনতার রক্তে অর্জিত এ বিজয়কে যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নেতারা।
দেশের শান্তি-শৃঙ্খলা সুরক্ষায় দেশ গঠনে সবাইকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।
একমাত্র বাংলাদেশি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বতীকালীন সরকার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানান জসিম উদ্দিন।
একই সঙ্গে বাংলাদেশের রাজনীতির এ ক্রান্তিলগ্নে উপযুক্ত ভূমিকা রাখার জন্য সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানদেরও অভিনন্দন জানান।
বুধবার (৭ আগস্ট) দৈনিক পূর্বকোণ কার্যালয়ের মরহুম ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্হায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, কার্যকরি কমিটির যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহীম, যুগ্ম মহাসচিব লায়ন মুহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়েজুর রহমান বেলাল প্রমুখ।
জসিম উদ্দীন চৌধুরী বলেছেন, দেশের গৌরবোজ্জ্বল সব অর্জনের নেপথ্যে এদেশের ছাত্র সমাজের অনবদ্য ভূমিকা কোনোভাবেই বিস্মৃত হবার নয়। ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭১ ও ৯০ সহ সব আন্দোলন-সংগ্রামে রয়েছে ছাত্র সমাজের অমূল্য কীর্তি। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র আন্দোলনও সফলতা অর্জন করেছে।
নেতারা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে থাকা অবস্থায় দেশে কোনো রকমের অরাজকতা ও সহিংসতা কখনো কাম্য হতে পারে না। এসব ঘটনার তীব্র নিন্দাও জানান তারা।
জাতির এ সংকটময় মুহূর্তে প্রত্যেক বাংলাদেশি সচেতন ব্যক্তিকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
৩ মাস আগে