ধংসাত্মক
‘দেশের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’
সারা দেশে চলমান নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বৈঠকে তারা এই সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: নাশকতা-সহিংসতা বা হুমকির বিষয়ে জানাতে সেনা ক্যাম্পে যোগাযোগ করুন: আইএসপিআর
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারের উপস্থিতিতে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানায় কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়।
এ ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে সব পুলিশকে কাজে যোগদানের নির্দেশ নতুন আইজিপির
৩ মাস আগে