কয়েদিদের বিদ্রোহ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ, ব্যাপক গোলাগুলি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিদ্রোহ করেছেন কয়েদিরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও রাবার বুলেটে ছোড়েন কারারক্ষীরা।
শুক্রবার (৯ আগষ্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো কয়েদি পালিয়ে যেতে পারেননি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দির মৃত্যু
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে চারদিকে অবস্থান করছে সেনাবাহিনী। এছাড়া ভেতরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়রা জানান, এদিন দুপুরে কেন্দ্রীয় কারাগারের ভেতরে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। এসময় বাইরে থেকেও কিছু মানুষ কারাগারের প্রধান ফটক ভাঙার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিবৃত্ত করেছেন। এ ঘটনা চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার মঞ্জুর হোসেন বলেন, ‘আসামিরা পালাতে বিদ্রোহ করছে। তবে কেউ পালাতে পারেনি। সেনাবাহিনী আসায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কারারক্ষীরা ফাঁকা গুলি করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের ভেতরে ও বাইরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।’
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
৪ মাস আগে