অনড়
১১ দফা দাবিতে অনড় খুলনা পুলিশ, চলছে কর্মবিরতি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দফা দাবিতে অনড় অবস্থানে রয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি)
সম্প্রতি দেশজুড়ে সহিংসতার মাঝে পুলিশ হত্যার দাবিতে শুক্রবার (৯ আগস্ট) জুমার নামাজের পর শোক র্যালি ও কর্মবিরতি পালন করেন কেএমপি সদস্যরা।
আরও পড়ুন: ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক এসবিএসি’র সাবেক চেয়ারম্যান
তাদের ১১ দফা দাবিগুলো হলো-
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার।
২. ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে বাধ্য না করা।
৩. বেশি ডিউটি করলে ওভার টাইম সুবিধা প্রদান।
৪. শুক্র ও শনিবারসহ সব সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান।
৫. দেশের স্বার্থে ছুটি কাটাতে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসেবে আর্থিক সুবিধা প্রদান।
৬. সোর্স মানি প্রদান, ঝুঁকিভাতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ দানে সংবিধান ও জনগণের মনের কাঙ্ক্ষিত বিষয়কে প্রাধান্য দেওয়া।
৭. পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করা।
৮. নিরাপত্তা বেষ্টনি জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা।
৯. পদোন্নতির পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা।
১০. বদলির ক্ষেত্রে নিজ জেলার নিকটবর্তী জেলায় প্রাধান্য নিশ্চিত করা।
১১. পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা।
আরও পড়ুন: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের বিদ্রোহ, ব্যাপক গোলাগুলি
র্যালি থেকে পুলিশ সদস্যরা বলেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা এখনও চিন্তিত। তাই থানায় যোগ দিতে সাহস পাচ্ছি না। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সহকর্মীরা মারা যাবেন আর সিনিয়র অফিসাররা ঘরে বসে থাকবেন, এটা হবে না।
এছাড়া পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ দিতে হবে বলে জানান তারা।
র্যালিতে কনস্টেবল থেকে পরিদর্শক পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামালপুর কারাগারে সংঘর্ষে ৬ বন্দি নিহত
৪ মাস আগে