ফুলকোর্ট
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।শনিবার (১০ আগস্ট) এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়েছেন শিক্ষার্থী, আইনজীবীসহ কয়েকশ’ আন্দোলনকারী।
সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, আদালতের কার্যক্রম কীভাবে পরিচালনা করা হবে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার জন্য প্রধান বিচারপতি শনিবার ফুলকোর্ট সভা ডেকেছেন।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম স্থগিত
এর আগে আজ এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সরকারের সঙ্গে আলোচনা না করেই প্রধান বিচারপতি বৈঠক ডেকেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘পরাজিত শক্তির কোনো ধরনের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। ইতিমধ্যেই প্রতিবাদ জানাতে জড়ো হয়েছেন আইনজীবীরা। এর আগে আমরা প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বলেছিলাম। শিক্ষার্থী ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে উসকানি দিলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’
তিনি প্রধান বিচারপতির নিঃশর্ত পদত্যাগ ও ফুলকোর্ট সভা স্থগিতের দাবি জানান ওই পোস্টে।
আরও পড়ুন: ‘মার্চ ফর জাস্টিস’: সুপ্রিম কোর্ট অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থী ও ঢাবি শিক্ষকরা
৪ মাস আগে