প্রত্যাশার সমন্বয়
জনগণের সংস্কার আকাঙ্ক্ষার সঙ্গে নতুন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার সমন্বয় করেই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে: আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করেই যতদিন থাকার কথা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে।
শনিবার (১০ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব গ্রহণকালে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, 'মেয়াদ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দুটি বিষয় মনে রাখবেন- এ দেশের মানুষের সংস্কার আকাঙ্ক্ষা এবং এই সরকারের প্রত্যাশা অনুযায়ী যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে।’
আরও পড়ুন: বিক্ষোভের মুখে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত
তিনি বলেন, 'আমরা অতীতেও দেখেছি পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণের ওপর নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে বেশ কিছু ভালো পরিষেবাও পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানে কিছু ভালো মানুষও আছেন। কিন্তু সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিল।’
তিনি বলেন, ‘এগুলো সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রেখে আমরা যতদিন থাকার কথা ততদিন থাকব। এর বেশিও নয়, কমও নয়।’
সকাল ৯টা ৩৫ মিনিটে আইন মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সচিবালয়ে যান। তাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার(৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. আসিফ নজরুল।
১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের
২ মাস আগে