২ যুবক নিহত
নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত
নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেল সংঘর্ষে সেন্টু ও সাব্বির নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত দুজন আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুরের ফুলশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নড়াইল সদর উপজেলায় তুলরামপুর গ্রামের বাসিন্দা সেন্টু হাওলাদার এবং একই উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা সাব্বির।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারকে সহায়তার দাবিতে মানববন্ধন
স্থানীয়রা জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু নিহত হন। অপর মোটরসাইকেলে থাকা আহত সাব্বিরকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। আহত অন্য দুজনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
৮১ দিন আগে
চাঁদপুরে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় ২ যুবক নিহত
চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় ইকবাল ও শাহাদাত নামে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বদরপুর রাস্তার মাথায় ওয়াপদা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন ও ইকবাল খান। ইকবাল মুলপাড়া কারিগরি কলেজের ছাত্র ছিলেন।
আরও পড়ুন: অপরিকল্পিত খাল খননে ঝিনাইদহে হুমকির মুখে ফসলি জমি
আহতদের স্বজনরা জানান, ইকবাল ও শাহাদাত মোটরসাইকেলে করে একতা বাজার থেকে মুন্সিরহাট যাচ্ছিলেন। পথে বদরপুর রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশায় তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ ঘটনায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তারা। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। আর শাহাদাতকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ইকবালের লাশ হাসপাতালে রয়েছে। আর শাহাদাতের লাশ ফিরিয়ে আনা হচ্ছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২
১৩৪ দিন আগে
নওগাঁয় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে ২ যুবক নিহত
নওগাঁর মান্দায় ড্রামট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে মান্দা উপজেলা নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের মোহাম্মদপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নওগাঁর সাপাহারা চৌধুরীপাড়ার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান ও আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর।
আরও পড়ুন: মানিকগঞ্জে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা জানায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসার সময় দ্রুতগামী একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়। এসময় প্রাইভেটকারের পেছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি।
তবে বাসে থাকা কোনো যাত্রীর হতাহত হয়নি। সকাল থেকেই ঘন কুয়াশা আচ্ছন্ন থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা জানান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা করা হয়েছে।
এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান ওসি মনসুর রহমান।
আরও পড়ুন: নরসিংদীতে সংঘর্ষে দুই ইউপি সদস্য নিহত, আহত ১০
১৪৭ দিন আগে
ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনি, দিনাজপুরে ২ যুবক নিহত
ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে দিনাজপুর সদরে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার রামসাগর হাজীর দিঘী এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: জামালপুর কারাগারে সংঘর্ষে ৬ বন্দি নিহত
খবর পেয়ে রবিবার (১১ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে কোতোয়ালি থানা পুলিশ।
নিহত দুজন হলেন- দিনাজপুর পৌর শহরের ৪ নম্বর উপশহরের বাসিন্দা তারেক (১৭) এবং নিমনগর বালুবাড়ির বাসিন্দা শুভ মেরাজ (২০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, শনিবার মধ্যরাতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া নিয়ে যাওয়ার নাম করে রামসাগর হাজীর দিঘী এলাকায় অটোচালক আব্দুর রহিমকে পিটিয়ে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। পরে চালকের চিৎকারে স্থানীয়রা গিয়ে এসে তারেক ও শুভ মেরাজকে গণধোলাই দেয়। এতে তারা গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ৩টায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: হাতিয়ায় ট্রলারডুবিতে নিহত ৪
রাজনগরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যান নিহত
২৬৬ দিন আগে