ওয়াকার উজ-জামান
পুলিশ স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে: সেনাপ্রধান
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে।
সোমবার (১২ আগস্ট) বিকালে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
সেনাপ্রধান আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাসদমনে তাদের অভিযান পরিচালনা করবে।’
দেশের ২০ জেলায় ৩০ সংখ্যালঘু জড়িত অপরাধ সংগঠিত হয়েছে বলে জানান তিনি।
জেনারেল ওয়াকার সব সহিংসতা পরিহার করে জনগণ ও রাজনীতির জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।
এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবানীহিনর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এছাড়াও খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনারসহ উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান।
আরও পড়ুন: বৃহস্পতিবার শপথ নেবেন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার: সেনাপ্রধান
শিগগিরই ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
৩ মাস আগে