হত্যা মামলা দায়ের
শেখ হাসিনা, কাদের, আসাদুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের
গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকান মালিক আবু সাঈদ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খানসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে ব্যবসায়ী ও মোহাম্মদপুরের আদাবর এলাকার বাসিন্দা আমির হামজা স্বেচ্ছায় মামলাটি দায়ের করেন বলে তার আইনজীবী মামুন মিয়া নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
আরও পড়ুন: বদলে যাচ্ছে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম: উপদেষ্টা আসিফ
মামলায় আমির বলেন, গত ১৯ জুলাই বিকেল ৪টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালালে আবু সাঈদ নিহত হন। আইজিপি ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ জনতার ওপর গুলি চালায়।
নিহতের পরিবারের সদস্যরা পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বসবাস করেন। অভিযোগে আমির বলেন, এই মৃত্যুর ঘটনায় মামলা করতে পারছে না ভুক্তভোগীর পরিবার।
এছাড়া মামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ পুলিশ ও সরকারি কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান আইনজীবী মামুন মিয়া।
আরও পড়ুন: দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি শেখ হাসিনা: জয়
৩ মাস আগে