বেগমগঞ্জে
নোয়াখালীর বেগমগঞ্জে নতুন জায়গায় গ্যাসের সন্ধান
নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন স্থানে কূপ খননের মাধ্যমে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ-৪ (পশ্চিম) কূপে পরীক্ষার ফলাফলে গ্যাসক্ষেত্রের ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব ইউএনবিকে বলেন, 'আমরা আশা করছি, প্রাথমিকভাবে এটি প্রতিদিন ১০-১৫ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করবে।
আরও পড়ুন: আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস পাইপলাইন মেরামত সম্পন্ন, বাড়বে গ্যাস সরবরাহ
তিনি জানান, খনন চলাকালে কূপের তিনটি পৃথক স্তরে নতুন স্থানে ৩ হাজার ১১৩ মিটার গভীরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। নতুন অবস্থানের দূরত্ব বিদ্যমান কূপ থেকে প্রায় আড়াই কিলোমিটার যা ৮ থেকে ১০ মিলিয়ন ঘটফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন করছে।
তিনি উল্লেখ করেন, ৩ হাজার ৮১ মিটার, ২ হাজার ৫০০ মিটার ও ১ হাজার ৯০০ মিটারে গ্যাসের স্তর চিহ্নিত করা হয়েছে। কিন্তু এখন আমরা ৩ হাজার ৮১ থেকে ৩ হাজার ৫৫ মিটারের লেয়ার থেকে গ্যাস উৎপাদন করছি।
তবে নতুন পাইপলাইন নির্মাণের প্রয়োজন হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস নিতে ৩ থেকে ৪ মাস সময় লাগবে বলে জানান তিনি।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসেকপুর গ্রামের কাছে কূপ খনন ও গ্যাস উত্তোলনের কাজে নিয়োজিত রয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের দুই শতাধিক প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক।
আরও পড়ুন: নগদ অর্থ সংকটের মধ্যেই আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি পুনর্বিবেচনার আহ্বান
৩ মাস আগে