সহায়তাকারী
ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তাকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে
পুলিশ ঢাকার সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি নেওয়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তাকারী শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর রামপুরা ও মালিবাগের মধ্যবর্তী কয়েকটি মোড়ে শিক্ষার্থীদের দেখা গেলেও ট্রাফিক পুলিশ অধিকাংশ কাজ নিয়ন্ত্রণ করে।
মালিবাগে ট্র্যাফিক পুলিশ সক্রিয়ভাবে একটি চৌরাস্তায় ট্রাফিক পরিচালনার সময় শিক্ষার্থীদের ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আরও পড়ুন: এক সপ্তাহ পর কাজে ফিরেছে ট্রাফিক পুলিশ
রাজধানীর জাহাঙ্গীর গেট, আগারগাঁওসহ শেরেবাংলা থানার কয়েকটি জোনের দায়িত্বে থাকা পুলিশ সার্জন সাফায়েত হোসেন বলেন, ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি ইউএনবিকে বলেন, এখন বেশিরভাগ ট্রাফিক পুলিশ কাজে যোগ দেওয়ায় ট্রাফিক ডিউটিতে থাকা শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া স্বাভাবিক।
শিক্ষার্থীরা পরিবর্তনটি স্বীকার করে উল্লেখ করেছে যে, তারা আগে অসংখ্য স্পটে ট্রাফিক পরিচালনা করলেও এখন যেখানে প্রয়োজন সেখানে পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করছে। আগে তারা সব জায়গায় দাঁড়িয়ে থাকতে পারত। এখন কর্মকর্তারা তাদের দায়িত্ব পুনরায় গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা তাদের সঙ্গে কাজ করছে। এভাবেই বিষয়টি ব্যাখ্যা করেন এক শিক্ষার্থী।
আরও পড়ুন: সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনকালে চাঁদপুরে গাড়িচাপায় শিক্ষার্থী আহত
৪ মাস আগে