লুট হওয়া
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে চলা সহিংসতার মাঝে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
বুধবার (১৪ আগস্ট) র্যাব-৭ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শটগান, পিস্তল ও গ্যাস গান।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে অভিযানে ৩০ জলদস্যু গ্রেপ্তার : বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার
উদ্ধার হওয়া এসব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা সিএমপির বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ ঘটনায় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি লুট হয়। লুটপাট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ চট্টগ্রাম মহানগরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একইসঙ্গে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জেলার সচেতন নাগরিকদের আহ্বান জানানো হয়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল আলম বলেন, ‘থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হলে তাতে সাধারণ নাগরিকরা সাড়া দেন। স্থানীয় জনগণ এবং ও অন্যান্য উৎস থেকে ১৩ আগস্ট পর্যন্ত মোট ২১টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
আরও পড়ুন: বান্দরবানে সন্দেহভাজন ৫ কেএনএফ সদস্য গ্রেপ্তার, ২টি আগ্নেয়াস্ত্র জব্দ
গাইবান্ধায় দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ, ৩ জন গ্রেপ্তার
৪ মাস আগে