জাহাংগীর আলম
হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক সচিব জাহাংগীর আলম
বৈষম্যবিরোধী আন্দোলনে ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর হত্যা মামলায় নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১ অক্টবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত শুনানি শেষে জাহাংগীর আলমের পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
আরও পড়ুন: দেশে ফিরেই আটক সাবেক এমপি সুলতান মনসুর; ৫ দিনের রিমান্ডে
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে।
রিমান্ডের বিরোধিতা করে মো. জাহাংগীর আলমের জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী মো. ইয়ার খান ও মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গুলশান থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এরপর ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
২ মাস আগে
বাধ্যতামূলক অবসরে জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাহাংগীর আলমের চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং সরকার জনস্বার্থে তা প্রয়োজনীয় মনে করায় তাকে সরকারি চাকরি অবসর আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী অবসরে পাঠানো হলো।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে বদলি-বরখাস্ত ও অবসরে পাঠানোর পদক্ষেপ যথেষ্ট নয়: টিআইবি
৪ মাস আগে