সাবেক এমপি বীরেন শিকদার
মাগুরায় সাবেক এমপি বীরেন শিকদারসহ ১৭২ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদারসহ ১৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর থানায় মামলা হয়েছে।
গত ৪ আগস্ট থানার সামনে সুমন নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় এ মামলা করা হয়।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর বালিদিয়া গ্রামের বাসিন্দা কান্নু রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের
আসামিদের মধ্যে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও রয়েছেন। মামলায় মোট ১৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আসামি হিসেবে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা
৪ মাস আগে