মার্কিন কর্মকর্তা ভার্মা
ভারত ও নেপাল সফরে যাচ্ছেন মার্কিন কর্মকর্তা ভার্মা
যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদবিষয়ক ডেপুটি সেক্রেটারি রিচার্ড আর ভার্মার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ১৬ আগস্ট নেপাল এবং ১৭ থেকে ২২ আগস্ট ভারত সফর করবেন। উভয় দেশের নিরাপদ ও সহনশীল ভবিষ্যতের অগ্রগতিকে সমর্থনের লক্ষ্যে তারা এই সফর করছেন।
নেপালে অর্থনৈতিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, জ্বালানি এবং জনগণের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অভিন্ন অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন পেশাজীবী এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবে প্রতিনিধি দলটি।
আরও পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতসহ এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, অর্থনৈতিক উন্নয়ন, ক্লিন এনার্জি ও ক্লাইমেট অ্যাকশন এবং স্টেম এডুকেশনসহ বিভিন্ন বিষয়ে মার্কিন-ভারত অংশীদারিত্বকে এগিয়ে নিতে উপপররাষ্ট্রমন্ত্রী ভার্মা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জলবায়ু নেতা এবং মহাকাশ শিক্ষাবিদ এবং শিল্প প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে ভারতের নয়া দিল্লি সফর করবেন।
ভারত সফরকালে তার সঙ্গে থাকবেন আন্তর্জাতিক জলবায়ু নীতিবিষয়ক প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা জন পোডেস্টা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের ডেপুটি সেক্রেটারি ডেভিড তুর্ক।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে জাতিসংঘ: মুখপাত্র
৪ মাস আগে